
পঞ্চম দফায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার বিকেল ৩টায় তারা এ ঘোষণা দেন। এ সময় তারা বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের এজন্টেদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে জালভোট প্রদান ও বিএনিপন্থি নেতাকর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ এনে এসব প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে সোনারগাঁ কাঁচপুর ইউয়নের আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেনের বিরুদ্ধে জালভোট, কেন্দ্র দখল ও বিএনপির প্রার্থীদের বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বয়কট করে বিএনপির প্রার্থী ফজলুল হক।
এছাড়াও সোনারগাঁ পিরোজপুর ইউয়নের বিএনপির ধানের শীর্ষের প্রার্থী রফিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগে নির্বাচন বর্জন করে। একই সঙ্গে বর্জন করেন সোনারগাঁ সাদিপুর ইউয়নের বিএনপির প্রার্থী কামরুজ্জামান মাসুমও।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর জানান, কারচুপির অভিযোগে নির্বাচন থেকে প্রার্থীরা সরে এসেছে।