
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে জাপানের নাগোয়ায় পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
মারিওট অ্যাসোসিয়া হোটেলে জাপান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাপানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে, প্রধানমন্ত্রীর নাগোয়ার আবাসস্থল হোটেল হিলটনে স্থানীয় সময় সকাল ৯টায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট সিরিসেনা। এতে অংশ নেন পরররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই দুই বৈঠকের পর দুপুরেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ট্রেনযোগে পৌঁছেছেন রাজধানী টোকিওতে। এখানে তারা উঠেছেন ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে। হোটেলে বিশ্রাম ও দুপুরের খাবার শেষে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করার কথা রয়েছে শেখ হাসিনার।
বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের এবারের সম্মেলন হয়ে গেল নাগোয়ায়। ওই সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে কয়েকটি দেশকে আলাদা বৈঠক ‘জি-সেভেন আউটরিচ মিটিংয়ে’ আমন্ত্রণ জানানো হয়।
শুক্রবার অনুষ্ঠিত আউটরিচ মিটিংয়ে জি-সেভেনভুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন,ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং সম্মেলনের আয়োজক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে বাংলাদেশ ছাড়াও লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাপুয়া নিউ গিনি ও শাদের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন এবং বিশ্ব ব্যাংক,এডিবি ও আইএমএফ এর প্রধানরাও আউটরিচ মিটিংয়ে ছিলেন।
মিটিংয়ের ফাঁকে প্রেসিডেন্ট ওবামা,জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, জাতিসংঘ মহাসচিব বান ও আইএমএফ প্রধান ক্রিস্টিন লগার্দসহ অন্যদের সঙ্গে শেখ হাসিনা নানা বিষয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন। এছাড়া ওই দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর।