
জেলার বেগমগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই করে পালানোকালে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষের সময় সৈয়দ আহমদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার পৌনে ১১ দিকে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ আহমেদের ভাতিজা বেলায়েত হোসেন জানান, সকালের দিকে ভোট শুরুর পর রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালায়। ভোটবাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সৈয়দ আহমেদ দৌড়ে পালানোর সময় একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক আহত ও পরে মারা যান।