
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় যাদু স্পিনিং মিল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দমকল কর্মীরা প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান জানান, টিনসেড ভবনের ওই কারখানায় রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, ভালুকা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় প্রায় দুইঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনে কারখানার বিপুল পরিমাণ তুলা, সুতা এবং ফ্লাইবার ক্যান পুড়ে গেছে। এতে মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।