
সদর উপজেলার মুন্সির হাটে বাসচাপায় বিমল চন্দ্র (৩৫) ও ফিরোজা বেগম (৩০) নামে দুই প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমল চন্দ্র রায় দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (৩৫) এবং ফিরোজা বেগম কালেশ্বর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিমল চন্দ্র ও ফিরোজা বেগম মোটরসাইকেলযোগে বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোটকেন্দ্রে ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা মুন্সির হাটে পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিহতের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।