ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছি। বুধবার বিকেলে গুলশান ইয়ুথ ক্লাবে রাজধানীর সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাঈদ খোকন বলেন, গত একবছরে আমি এবং উত্তরের মেয়র (আনিসুল হক) কতটুকু করতে পেরেছি জানি না।
তবে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। নির্বাচনের সময় দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছি। পরবর্তী ৪ বছরও করে যাবো। এই প্রকল্পের আওতায় ডিএনসিসি এলাকাগুলোতে সর্বাধুনিক কন্ট্রোলরুমসহ মোট ৩ হাজার স্থাপন করা হবে। ইতোমধ্যে ৬৪২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলো ৩-১৬ মেগা পিক্সেল রেজুলেশনের উচ্চক্ষমতা সম্পন্ন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com