পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এতে অংশ নিচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ সাংবাদিকদের জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা।
প্রধানমন্ত্রী যেতে পারবেন না বিধায় তার জায়গায় আমুকে পাঠানো হচ্ছে। অবশ্য ওই সময় জাপান সফরে থাকবেন শেখ হাসিনা। উল্লেখ্য, ২৭ মে শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ নেওয়ার কথা রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com