
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে আহত হয়েছে দু’পক্ষের ৬ কর্মী সমর্থক। সংঘর্ষের সময় দু’পক্ষের সমর্থকরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহসিনা আক্তার কল্পনার (আনারস) সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী রিপন পাটওয়ারীর সমর্থকদের সংঘর্ষ হয়।
মুন্সিগঞ্জ থানার এএসআই রাজিব দাশ এ তথ্য নিশ্চিত করেন।