ঢাকা: সুদীর্ঘ চার দশকেরও বেশি শিক্ষকতা ও লেখক জীবনের অভিজ্ঞতা নিয়ে অধ্যাপক মুনতাসীর মামুন পা দিলেন ৬৫’তে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৪ মে) বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অায়োজন করা হয় আনন্দ অনুষ্ঠান। সেখানে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, শিক্ষক ছাত্রসহ সকল স্তরের মানুষেরা মুনতাসীর মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, সাধারণ মানুষের দুঃখের-বিপ্লবের সঙ্গী হয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন মুনতাসীর মামুন। তিনি এখনও আপোষহীনভাবে লিখে যাচ্ছেন ইতিহাসকে বাঁচিয়ে রাখতে।
মুনতাসীর মামুনের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অাহ্বান জানান তিনি।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, মানুষের কাছে ইতিহাসকে পড়ার উপযোগী করে তুলেছেন মুনতাসীর মামুন। তিনি ইতিহাস চর্চাকে অান্দোলনে রূপান্তরিত করেছেন। শুধু ছাত্র নয় গোটা সমাজকে তিনি আলোকিত করেছেন। এটা মুনতাসীর মামুন ছাড়া অার কেউ করতে পারেননি।
শাহরিয়ার কবির বলেন, তিনি নাগরিক সমাজের অান্দোলনে তাত্ত্বিকবোধ নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছেন, ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ নির্মাণের অান্দোলন শুরু করেছেন।
তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সময় মুনতাসীর মামুনকে বেশ কয়েকবার লাঞ্ছিত করা হয়েছে উল্লেখ করে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানান শাহরিয়ার কবির।
শুভেচ্ছা বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন উর রশীদ বলেন, এই সময়ে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শকে ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন মুনতাসীর মামুন। বাংলাদেশের যেখানেই মুক্তিযুদ্ধ রয়েছে, সেখানেই রয়েছে মুনতাসীর মামুন।
অানন্দ অনুষ্ঠানে মুনতাসীর মামুনের রচনাবলীর প্রথম পাঁচখন্ড প্রকাশিত হয়। অারো প্রকাশিত হয় তাঁকে নিয়ে ও তাঁর লেখা ৫টি বই।
কথা প্রকাশ থেকে বের হয়েছে মুনতাসীর মামুন রচনাবলী, সূবর্ণ থেকে প্রকাশিত হয়েছে, অধ্যাপক মাহবুবুর রহমানের ‘মুনতাসীর মামুনের স্থানীয় ইতিহাসচর্চা,’ অাহমেদ মাহফুজুল হক সম্পাদিত ‘৬৫ তে মুনতাসীর মামুন,’ চৌধুরী শহীদ কাদেরের ‘মুনতাসীর মামুন কিভাবে অামাদের হলেন,’ অাহমেদ শরীফ ও অাহমেদ মাহফুজুল হক সংকলিত ও সম্পাদিত ‘মুনতাসীর মামুনের বই,’ এবং মুনতাসীর মামুনের নিজের লেখা ‘হারিয়ে যাওয়া ঢাকার খোঁজে।’
জন্মদিনের এ অানন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী হাশেম খান। এ সময় দশটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং তাকে জন্মদিনের শ্রদ্ধা, ভালবাসা ও শুভেচ্ছা জানানো হয়।










