এরমধ্যে থানায় নিয়মিত ২৬ মামলায় ৩৯ জন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ মামলায় আরও ৬৬ জন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
গ্রেফতারকৃত এসব মাদক ব্যবসায়ীর মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মাদক চোরাকারবারীরাও রয়েছে।
উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য। উদ্ধার করা এসব মাদকদ্রব্যর মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, পুলিশের অভিযানের কারণে উপজেলার চিহ্নিত এলাকা গুলোতে মাদক ব্যবসা কমে এসেছে। উপজেলায় মাদক রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











