প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০১৬, ৭:৫৮ পি.এম
নাগরপুরে পানিতে ডুবে দাদী-নাতনীর মৃত্যু
![]()
টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নদীর পানিতে ডুবে দাদী সখিনা বেগম (৭৫) ও তার নাতনী মিম আক্তারের (৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর আড়াইটায় উপজেলার ভাড়রা ইউনিয়নের মীর কুটিয়া গ্রামের ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে সখিনা বেগম নাতনী মিমকে নিয়ে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube