
ঢাকা: সদ্য শূন্য ঘোষিত ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচন একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, গত ১১ মে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মৃত্যুবরণ করায় তার আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে, নব্বই দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ৮ আগস্টের মধ্যে এ আসনের নির্বাচন করতে হবে।
এদিকে গত ২ মে ময়মনসিংহ-৩ আসনের এমপি ডা. মজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করায় সংসদ সচিবলায় তার আসনটিও শূন্য ঘোষণা করেছে। তাই এ আসনে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে উপ-নির্বাচন করতে হবে।
ইসির নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল উপ-সচিব মর্যাদার কর্মকর্তারা জানান, যেহেতু দু’টি আসন খুব কাছাকাছি সময়ে শূন্য হয়েছে, তাই একদিনে উপ-নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে আগামী সাত দিনের মধ্যেই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (২৪মে) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করেছে। এতেও ওই দু‘টি আসনের উপ-নির্বাচন একই দিনের সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন ওই প্রস্তাবে অনুমোদন দিলেই পরবর্তী কাজ শুরু করবে সংস্থাটি। এক্ষেত্রে আগামী জুলাই মাসের শেষার্ধেই নির্বাচনটি সম্পন্ন করা হবে।
সূত্র আরও জানিয়েছে, জুনের প্রথম দিকেই তফসিল ঘোষণার পর ৪৫ দিনের মতো সময় রেখে এ নির্বাচন সম্পন্ন করা হতে পারে।