মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

রিমান্ড শেষে কারাগারে আসলাম-আসাদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:08 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

aslam-sm2016052216090220160524184420ঢাকা: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান মিয়াকে সাতদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এদিকে আসলাম চৌধুরীকে রাজধানীর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখানো ও দশদিন করে বিশদিনের রিমান্ডে নেওয়ার অাবেদন জানিয়েছে পুলিশ। মামলা দু’টিতে গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে আগামী ৩০ মে এ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মে) ৫৪ ধারার মামলায় সাতদিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরী ও আসাদুজ্জামান মিয়াকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আসলাম চৌধুরীকে দুই মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে আগামী ৩০ মে দুই মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ ও মারুফ হোসেনের পৃথক আদালত।

গত ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরদিন ১৬ মে তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে দশদিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র (উত্তর) পুলিশ পরিদর্শক গোলাম রব্বানী। শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানের আদালত। একইসঙ্গে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।

ভারতে গিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সঙ্গে ‘সরকার উৎখাতের’ জন্য আলোচনা করার অভিযোগ রয়েছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশিত হলে দেশ-বিদেশে তোলপাড় চলছে।

২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসেন সাবেক জামায়াত ও শিবির নেতা আসলাম চৌধুরী। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৪ সালের ২৬ এপ্রিল তিনি উত্তর জেলা বিএনপির আহবায়ক হন। এর আগে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় সম্মেলন শেষে যুগ্ম মহাসচিব হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com