গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে আফাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তালতলী এলাকার বাসিন্দা। এসময় বজ্রপাতে তার দুটি গরুও মারা গেছে।
মঙ্গলবার (২৪ মে) দুপরে কালিয়াকৈর উপজেলার আনন্দপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুছ জানান, দুপুর ১টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে আফাজ উদ্দিন ওই এলাকায় আনন্দপার্কের কাছে মাঠ থেকে গরু আনতে যান। তখনই তিনি বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই আফাজ উদ্দিন ও তার দুটি গরুর মৃত্যু হয়েছে।