প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০১৬, ৫:২২ পি.এম
স্বাস্থ্যমন্ত্রীর কাছে ম্যাটস শিক্ষার্থীদের স্মারকলিপি
![]()
ঢাকা: পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রীল কাছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪মে) দুপুর ১২টায় এ স্মারক লিপি দেওয়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর সদস্য সচিব মুরাদ হোসেন।
তিনি বলেন, আমরা গত ৯ দিন ধরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টায় ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি দিতে যান।
তারা হলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর আহ্বায়ক মো.নাজমুল হোসেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর যুগ্ম আহ্বায়ক রাফিজুল ইসলাম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সংগঠনের পাঁচ দফা দাবি বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ডা. আমিনুল ইসলাম ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) এর ছাত্র বিষয়ক সম্পাদক মিঠুন সরকার।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে মিঠুন সরকার বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দপ্তর সম্পাদক স্মারকলিপিটি গ্রহণ করেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহিদুল ইসলাম আমাদেরকে বলেছেন শিগগিরই কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube