মঙ্গলবার (২৪ মে) দুপুরে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে টিআইবি’র অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস।
খুলনা সিটি কর্পোরেশনের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম অথবা ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বিষয়ে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে উন্নয়নমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত মেয়র।
তিনি খুলনার জলাবদ্ধতা, ডাস্টবিন ব্যবহার, নগর পরিবহন, ঝুঁকিপূর্ণ ভবন সংস্করণ, ময়লা নিঃস্কাশন, ময়ূর নদীকে পানি দূষণের হাত থেকে রক্ষা, নগরীতে ১১-১২টা দৃষ্টি নন্দন ব্রিজ নির্মাণ, শিক্ষা বৃত্তি কার্যক্রম, বঞ্চিত শিশুদের টিকা প্রদান এবং প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সম্পর্কে কেসিসি’র কার্যক্রম তুলে ধরেন।
তিনি জানান, আগামী অর্থবছরে চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন খুলনা সনাক’র সভাপতি শেখ আব্দুল কাইয়ুম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-৩ রুমা খাতুন এবং পূর্বাঞ্চল-ট্রিবিউনের সম্পাদক বেগম ফেরদৌসী আলী।
সেখানে স্বাগত বক্তব্য রাখেন- সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ কে হিরু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাকের সদস্য অধ্যাপক আনোয়ারুল
কাদির।
অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।











