মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

খুলনার অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:16 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
khulna-map20160524111450খুলনা: খুলনার বন্ধকৃত অ্যাজাক্স জুট মিলের শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় শুরু হওয়া মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের খুলনা-যশোর সড়কে এ অবরোধ চলবে দুপুর ১টা পর্যন্ত। এদিকে শ্রমিকদের এ কর্মসূচির কারণে ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

সব বকেয়া ও চূড়ান্ত বিল এককালীন পরিশোধ ও বিদ্যুৎ সংযোগের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এ অবরোধ পালন করছেন শ্রমিকরা।

অবরোধ চলাকালে সমাবেশে সভাপতিত্ব করছেন মিলটির সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার সিকদার।

এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালে তাদের মিল বন্ধ হয়ে যাওয়ায় স্থায়ী ও অস্থায়ী ১৫শ’ শ্রমিক বেকার জীবনযাপন করছেন। মিলের বিদ্যুৎ লাইনও কেটে দেওয়া হয়েছে। যে কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com