সোমবার (২৩ মে) রাতে সাভার পৌর এলাকার জামসিং টেউটি মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত ওই স্বামী-স্ত্রী বাংলানিউজকে জানান, গত কয়েকদিন আগে সাভার পৌরসভার ইউপিপি আরপি সিডিসির সাবেক দলনেত্রী লিপি বেগম জামসিং টেউটি এলাকার গার্মেন্টস শ্রমিক শিরিন বেগমের কাছ থেকে ত্রিশ হাজার টাকা সুদে টাকা নেন। সোমবার রাতে ওই গার্মেন্টস শ্রমিক শিরিন ও তার স্বামী অটোরিকশা চালক জাহাঙ্গীর লিপি বেগমের বাসায় পাওনা টাকা চাইতে গেলে তাদের টাকা না দিয়ে উল্টো গাছে বেঁধে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। তার পরিবারের সদস্যরা।
এ সময় লিপি বেগম ওই নারী গার্মেন্টস শ্রমিকের এক হাত ভেঙে দেন। পরে প্রতিবেশীরা তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আহত স্বামী-স্ত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন এক নারী। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাভার, ঢাকা: পাওনা টাকা চাওয়ায় সাভারে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক নারী।