সোমবার (২৩ মে) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৪ মে) সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৫৫ আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট রয়েছে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান জানান, বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



রংপুর: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।






