মঙ্গলবার (২৪ মে) অবরোধ শুরুর আগে ভোর ৫টার দিকে গুইমারার বাইল্যাছড়ি ও আলুটিলা এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।
ইউপিডিএফ সমর্থিত সংগঠন পিসিপির ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রশাসনের বাধা দেওয়ার অভিযোগে এ সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়িতে পত্রিকা সরবরাহ করে ফেরার পথে ভোর ৫টার দিকে গাড়িটি গুইমারা বাইল্যাছড়ি পৌঁছালে পিকেটাররা পাহাড়ের উপর থেকে এলোপাথাড়ি ঢিল ছুড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়। এসময় গাড়িতে থাকা বেলায়তে হোসেন নামে এক ব্যক্তি আহত হয়।
একই সময় আলুটিলা এলাকায় সংবাদপত্রবাহী একটি গাড়ি ও পাঁচটি নৈশ কোচের গ্লাস ভাঙচুর করে পিকেটাররা। এ সময় আরো ছয় যাত্রী আহত হয়।
এদিকে, সকাল সোয়া ৬টার দিকে শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া –পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অবরোধের কারণে আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতীকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।



খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলাকালে সংবাদপত্রবাহী দু’টি গাড়িসহ সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় অন্তত সাতজন আহত হয়।






