বাসের ধাক্কায় আহত হলে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে সোমবার (২৩ মে) দিনগত রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলী নরসিংদী জেলার রায়পুরা বাঁশগাড়ি গ্রামের আক্কাস মোল্লার ছেলে। তিনি সহকর্মীদের সঙ্গে রাজধানীর তেজগাঁও শাহীনবাগ এলাকায় বসবাস করতেন।
সহকর্মী তরিকুল ইসলাম জানান, সন্ধ্যায় জিয়া উদ্যানে গেলে একদল হিজড়া তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। হাতাহাতির এক পর্যায়ে দায়িত্বরত আনসার সদস্য তাদের ধাওয়া দিলে উদ্যান ছেড়ে মূল সড়কে দৌড়ে আসে আলী। এসময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, মরদেহটি ঢামেক হাসপাতাল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
ঢাকা: রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় বাসের ধাক্কায় কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের তিব্বত পণ্য উৎপাদন শ্রমিক মো. আলী (১৬) মারা গেছে।