মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:56 pm, সোমবার, ২৩ মে, ২০১৬
pancagrah20160523182029পঞ্চগড়: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত-কানকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার ওই এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, দুপুরে ওই সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় গরুর খাওয়ার জন্য ঘাস কাটতে যায় সুজন।এ সময় ভারতের লিচুগাছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। বিএসএফের ছোড়া গুলি এসে সুজনের বাম পাজোরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ওই এলাকার দেলোয়ার নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com