মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

নাজিরপুরে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:06 pm, সোমবার, ২৩ মে, ২০১৬
Arrest1banglanews2420160523173104পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আধা কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) সকালে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের আজালিবুনিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যবসায়ীরা হলেন- পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের মেজবা উদ্দিন হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২২), কেরামত ফকিরের ছেলে বায়জিদ ফকির (২২), নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামের মীর আলী হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার, ও সাহেব আলী হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের আজালিবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আধা ৫শ’ গ্রাম গাজা উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, আটক চারজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com