মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

ষড়যন্ত্র করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:02 pm, সোমবার, ২৩ মে, ২০১৬
RATRI-BG20160523173518ঢাকা: মোসাদের সঙ্গে সম্পর্ক রেখে বিএনপি ষড়যন্ত্র পাকাপোক্ত করেছে। তাই প্রকাশ্যেই স্বীকার করছে ষড়যন্ত্রের কথা। এই ষড়যন্ত্র করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা বদলের জন্য।  তাই তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে পুরো জাতিকে।

সোমবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ধর্ম বিশেষজ্ঞরা।

‘রাজনীতিতে ষড়যন্ত্র ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট।

গোলটেবিল আলোচনায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, পশ্চিমা যেসব দেশ বাংলাদেশকে মেনে নেয়নি, ৫ জানুয়ারির নির্বাচনকে মেনে নেয়নি, তারাই আজ ষড়যন্ত্র করছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি একে আজাদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানুর রহমান, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য উপদেষ্টা দ্য ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সুপ্রিম কোর্টের আইনজীবী শ. ম রেজাউল করিম, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরী প্রমুখ।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com