সোমবার (২৩ মে) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।
সম্পাদক ইসলাম রফিকের পত্রিকাটির এ সংখ্যার সম্পাদনা করেছেন হাদিউল হৃদয়। প্রচ্ছদ এঁকেছেন কবি শিবলী মোকতাদির।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, ষাট দশকের অন্যতম কবি প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, কবি রেজাউল করিম চৌধুরী, কলাম লেখক মুরশিদ আলম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, দৈনিক ইত্তেফাকের বগুড়া প্রতিনিধি জিএম সজল, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মতিয়ার রহমান, বগুড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও বাংলার মুখের প্রধান উপদেষ্টা সুলতান মাহমুদ খান রনি, শিশু সংগঠক আব্দুল খালেক, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম, বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক রাহমান মিজান।











