প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০১৬, ৫:২৩ পি.এম
করিমগঞ্জে পানিতে ডুবে খালাতো দু’ভাইয়ের মৃত্যু
![]()
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবির (৫) ও তানিজ (৪) নামে খালাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আল আমিনের ছেলে আবির এবং খরমপট্টি এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে তানিজ।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী
জানান, দু'দিন আগে আবির ও তানিজ নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে তাদের নানুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে তারা ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার সময় ফুটবল পুকুরের পানিতে পড়ে গেলে দু'জনেই ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়।
পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube