মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

করিমগঞ্জে পানিতে ডুবে খালাতো দু’ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:23 pm, সোমবার, ২৩ মে, ২০১৬
Kishoregonj_banglanews2420160523161032কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবির (৫) ও তানিজ (৪) নামে খালাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আল আমিনের ছেলে আবির এবং খরমপট্টি এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে তানিজ।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী
জানান, দু’দিন আগে আবির ও তানিজ নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে তাদের নানুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে তারা ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার সময় ফুটবল পুকুরের পানিতে পড়ে গেলে দু’জনেই ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়।

পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com