সোমবার (২৩ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নূরজাহান বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বাঙালি জাতির সাংবাদিকতা ও নারী জাগরণে নূরজাহান বেগম এক পথিকৃৎ নাম। তার প্রয়াণ সমাজের বিশাল ক্ষতি। তার পরিবারের প্রতি সমবেদনা।
‘শুধু বাংলাদেশে নয়, বিশ্বে নারী জাগরণের ইতিহাসে নূরজাহান বেগমের অবদান অনেক। নারীর ক্ষমতায়নেও তার অবদান অপূরণীয়’ বলে আমি মনে করি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও কয়েকজন নেতা এসময় ফখরুলের সঙ্গে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।











