রাজধানীর মিরপুর কল্যাণপুরের আয়শা অ্যান্ড গালিয়া ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের ক্ষতিপূরণসহ সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের ১৩ এপ্রিল আয়শা অ্যান্ড গালিয়া ফ্যাশনস কারখানাটি কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে। কিন্তু শ্রমিকদের বেতন-ভাতা সঠিকভাবে পরিশোধ করেনি মালিকপক্ষ।
তারা বলেন, শ্রমিকরা বিজিএমইএতে অভিযোগ করলে গত ২৬ এপ্রিল কারখানার মালিকদের বকেয়া পরিশোধ করতে বলা হয়। পরে শ্রমিকদের উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এর পরও করখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করছে না।
সংগঠনের সহ-সভাপতি মো. ফারুক খানের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মে. রফিকুল ইসলাম রফিক ও মো. কবির হোসেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com