শনিবার (২১ মে) বিকেলে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আনোয়ার উল্লাহর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান হারুন জানান, দুপুরে ঝড়ের মধ্যে পুরতান তেওয়ারীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন আনোয়ার উল্লাহ। পথে বাবলাতলি এলাকায় একটি গাছ ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান খবর পেয়ে হাসপাতালে যান। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেন।
