শনিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জিরা একই ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া এলাকার আবুল হোসেনের ছেলে।
সোনাগাজী উপজেলা ভূমি কর্মকর্তা বিদুর্শী সম্বৌধী চাকমা জানান, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে ফেনী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে। এতে প্লাবিত হয়েছে চরচান্দিয়াসহ উপজেলার বিভিন্ন চর এলাকায়। সন্ধ্যায় নৌকায় করে চরচান্দিয়া চরে মহিষ আনতে যান জিরা। এসময় প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে পানিতে পড়ে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।











