গ্রীষ্মের খরতাপে ছাতাই যখন ভরসা।বৃষ্টিতে ছাতা মাথায় এক বৃদ্ধের গন্তব্যে ছুটে চলা।বর্ষাকে সামনে রেখে এক ছাতা তৈরি শ্রমিকের ব্যস্ততা।রাজধানীর ফুটপাতে সব ঋতুতে বিশালাকৃতির ছাতার নিচে চলে ক্ষুদ্র-ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ছাতা তৈরির মধ্যদিয়ে চলে
তাদের জীবিকা। ঢাকার চকবাজার এলাকায় তৈরি হয় রং-বেরংয়ের ছোট-বড় উন্নতমানের ছাতা। যা রফতানি হচ্ছে ইন্ডিয়া ও মিয়ানমারে।











