মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি, মাছ ও মাংস ক্রয়ের রশিদ না রাখাসহ মোট তিনটি অপরাধে ওই সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
শনিবার (মে ২১) দুপুরে রাজধানী গুলশান-২ এলাকায় অভিযান চালায় পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এসময় খাদ্য অধিদপ্তর, বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে একই মার্কেটের বিএসটিআই’র অনুমতি ছাড়া পণ্য বিক্রির দায়ে দেদার সুপার শপকে ১০ হাজার ও লেভেন্ডার সুপার শপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, ঢালী সুপার শপের ম্যানেজার মহসিন অপরাধ স্বীকার করায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুলশান-২ ডিসিসি মার্কেট মালিক সমিতির সভাপতি হাজ্বী গোলাম কাদের বলেন, আমরা অনিয়মের বিরুদ্ধে। নিয়মনুযায়ী সাজা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে অভিযান পরিচালনা করলে এ ধরনের অপরাধ কমে আসবে।
