মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে দুই বিদেশি নাগরিক কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:51 pm, শনিবার, ২১ মে, ২০১৬
PIC-0720160521191024ফরিদপুর: ফরিদপুরে ফিলিং স্টেশন থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ইরানি নাগরিককে আটকের পর কারাগারে পা‍ঠিয়েছে পুলিশ।
কারাগারে পাঠানো ওই দু’বিদেশি নাগরিক হলেন- ডেভিড ইয়ার বিগি ডারভি সানড (৩৬) ও আলী রেজা ওরফে ফাইজার (২৮)।

শনিবার (২১ মে) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (২০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তোফাজউদ্দিন ফিলিং স্টেশন থেকে ৬৫ হাজার টাকা ছিনতাই করে দু’টি প্রাইভেট কারযোগে চারজন ছিনতাইকারী ফরিদপুর শহরের দিকে পালিয়ে যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই চার ছিনতাইকারীর দু’জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আটক দু’ছিনতাইকারী ইরানি নাগরিক বলে জানা যায়।

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত বাংলানিউজকে জানান, আটক দুই ইরানি নাগরিকের কাছ থেকে ছিনতাই করা টাকা থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের মালিক জামাল মীর বাদী হয়ে নগরকান্দা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, এক মাসের ট্যুরিস্ট ভিসায় গত ৪ মে ওই দুই ইরানি নাগরিক ঢাকায় আসেন। আগামী ২৯ মে তাদের ভিসার মেয়াদ শেষ হবে। পালিয়ে যাওয়া অপর দুই ছিনতাইকারীর বিষয়ে কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com