
মাদারীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এলাকায় বহিরাগতের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে।
মাদারীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার কালকিনির আলীনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, আলীনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহীদ পারভেজ হাওলাদার এলাকায় বহিরাগতের দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। যার ফলে এলাকার ভোটারদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন সময় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি বলেও জানান হাফিজুর রহমান মিলন।