ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলাসহ অনেক চেষ্টা করেও আমাকে হত্যা করতে ব্যর্থ হয়ে এখন আমার ছেলেকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি নেত্রী জয় সম্পর্কে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। বিএনপি নেত্রীকে বলবো- জয় (সজীব ওয়াজেদ জয়) আপনাকে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তা গ্রহণ করে প্রমাণ করুন।
বৃহস্পতিবার (৫মে) জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার ড. শিরীণ শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা অধিবেশনে তিনি আরো বলেন, আমি আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলেছি, আপনার ছেলেদের মতো দুর্নীতিবাজ, অর্থপাচারকারী চোর-চোট্টা বানাইনি। দেশের সেবা করা শিখিয়েছি। আজ ডিজিটাল বাংলাদেশের যেসব কর্মকান্ড সব জয়’র কাছ থেকেই নেওয়া। আমি মা হয়ে তার কাছ থেকে শিখছি।
তিনি আরো বলেন, বিশ্বের সেরা দুর্নীতিবাজদের যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে বিএনপি নেত্রীর ছেলের নাম এসেছে। তারা দুর্নীতি করেছে বলেই ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জির মালিক হয়েও শত শত কোটি টাকার মালিক হতে পেরেছে।
প্রধানমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্রের এফবিআই’র কর্মকর্তাকে বিএনপি নেতার ঘুষ দেয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আমাকে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে ব্যর্থ হয়ে এখন আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে।
জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মাটিতে কোন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের স্থান নেই। অনেকেই চেষ্টা করবে জঙ্গি আছে বলে এই দেশটাকে নিয়ে খেলা করার। কিন্তু আমি বেঁচে থাকতে কাউকে এই দেশ নিয়ে খেলতে দিবো না। ইউনিয়ন উপজেলা ও জেলাসহ যে যেখানে আছেন সজাগ থাকবেন। কারো ছেলে-মেয়ে যেন এই ধরনের সন্ত্রাসী তৎপরতার সাথে যুক্ত হতে না পারে। ইমামদের প্রতি আহ্বান জানাই, জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করার চেষ্টা করবেন।
সরকারের উন্নয়ন কাজে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com