
পুরো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে নির্বাচনের বুক বুলেটে ঝাঁঝরা করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)সভাপতি শফিউল আলম প্রধান।
বুধবার (০৪ মে) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিয়াইল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ শেষে জয়পুর শাহ ফাতেহ আলী মাজার সংলগ্ন মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
শফিউল আলম প্রধান বলেন, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশন (ইসি) শুধু প্রশ্নবিদ্ধই নয়, নির্বাচনের বুক বুলেটে ঝাঁঝরা করে দেয়া হয়েছে। তারপরেও খালেদা জিয়া ও ২০ দলের ডাকে পল্লী বাংলার নিরস্ত্র মানুষ অসাধারণ সংগ্রামে নেমেছেন।’
তিনি দেশবাসীকে ফলাফলের দিকে না তাকিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে আগামী দিনে গণসংগ্রামের প্রস্তুতি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জাগপা সভাপতি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আমাদের লক্ষ্য নয়, দিল্লীর তাবেদার ভোটারবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্যই আমাদের সংগ্রাম। লাখো শহীদের সাথে বেঈমানি করতে দেয়া হবে না। ২০ দলীয় জোটের চাদর পরে যারা তলে তলে নৌকার সাথে হাত মিলিয়েছেন তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন।’
ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মতিয়ার রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ২০ দলীয় জোটপ্রার্থী ইশতিয়াকুল আলম, জামায়াত নেতা খলিলুর রহমান, বিএনপি নেতা আবু সাইদ মন্ডল, মোস্তাফিজুর রহমান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান ও যুব জাগপা নেতা মাহিদুর রহমান বাবলা প্রমুখ।