গ্যাসের ফের মূল্য বৃদ্ধির ঘোষণার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘোষণা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় জনগণকে সাথে নিয়ে তাদের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকার আবারো গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। ক’দিন আগে গৃহস্থালি ও যানবাহনের ক্ষেত্রে গ্যাসের দাম আবারো বাড়বে বলে ঘোষণা দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী। এর আগেও, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর গ্যাসের দাম বাড়িয়ে গৃহস্থালি কাজে এক বার্নারের গ্যাসের চুলা ব্যবহারের জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা এবং দুই বার্নারের চুলা ব্যবহারের জন্য ৪৫০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়। একই সময় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) ইউনিট প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়। বর্তমানে তা আরও দ্বিগুণ বাড়িয়ে এক চুলা ৬০০ টাকার স্থলে ১২০০ টাকা এবং দুই চুলা ৬৫০ টাকা থেকে ১২৫০ টাকা করার ঘোষণা দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক সেক্টরে ভয়াবহ হরিলুট, রাজকোষ কেলেঙ্কারি ও আইনশৃঙ্খলার চরম অবনতিসহ সর্বত্রই বিশৃঙ্খলায় জনসমাজে ভারসাম্য বিনষ্ট হওয়ায় সরকার মূলত টালমাটাল হয়ে পড়েছে। তারা একদিকে জনগণের অর্থ লোপাট করছে, আবার অন্যদিকে জনগণের কাছ থেকে জুলুম করে টাকা আদায় করছে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে। এ সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের ঘাড়ের ওপর জগদ্দল পাথর বসিয়ে তাদের রক্ত নিংড়িয়ে নিতে চায়।’
রিজভী গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের জনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে সরকারের এ গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।
এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র এ যুগ্ম-মহাসচিব বলেন, ‘আমরা এখন দলের পক্ষ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদ জানালাম। কর্মসূচির বিষয়ে দলের নীতি-নির্ধারকরা পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, এসএম আশরাফুর রহমান আশরাফ, যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com