মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

রোববার হরতাল ডেকেছে জামায়াত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:46 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

 মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির অাদেশ বহাল রাখার প্রতিবাদের আগামী ৮ মে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত।এর প্রতিবাদে যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটির পক্ষ থেকে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) নিজামীর আবেদন খারিজের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে মাওলানা নিজামীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে। শুরু থেকেই সরকার এই বিচার কার্যক্রমকে বিভিন্নভাবে প্রভাবিত করার অপচেষ্টা চালিয়েছিল।’

সেই সঙ্গে আগামীকাল ৬ মে শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস,৭ মে শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ ও ৮ মে রবিবার সকাল ৬টা থেকে ৯ মে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল ঘোষণা করা হয়। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ঔষধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com