
কুষ্টিয়ায় নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সদর উপজেলার হাতিবান্দা গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রেজিয়া খাতুন (২৪) ওই গ্রামের হাসান আলীর স্ত্রী। এ ঘটনায় হাসান আলী ও তার বাবা আবুল হোসেনকে আটক করেছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই কামরুজ্জামান বলেন, রেজিয়াকে প্রায়ই নির্যাতন করতো হাসান আলী। বুধবার রাতে নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।