প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০১৬, ৬:২৮ পি.এম
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
![]()
চট্টগ্রামে নিজ বাসা থেকে মো. ইসহাক নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি নগরীর খুলশী থানার ওয়াসার মোড় এলাকার একটি পাঁচতলা ভবনে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সকালে বাসার ছাদে পানির ট্যাংকে ওঠার সিড়ির সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মো. ইসহাক বাংলাদেশ কৃষি ব্যাংকের হাটহাজারী উপজেলার মদনহাট শাখায় কর্মরত ছিলেন। ওয়াসার মোড়ের হাইলেভেল রোড এলাকায় শ্বশুর বাড়ি থেকে পাওয়া একটি ফ্ল্যাটে পরিবারসহ থাকতেন তিনি।
খুলশি থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। আমরা এই মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube