
বগুড়ার ঐতিহাসিক নবাব বাড়ীটি ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপের অংশ হিসেবে এটি সরকারি ভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এ ব্যাপারে বগুড়ার ডিসি মো: আশরাফুদ্দিন জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর শাখা -৬ এর সিনিয়র সহকারী সচিব ছানিয়া আক্তার স্বাক্ষরিত পত্রে তাকে জানানো হয়েছে ,‘‘ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক গুরুত্ব থাকায় ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন ( ৭৬ সালে সংশোধিত) অনুসারে এটি সংরক্ষণ যোগ্য হওয়ায় সরকার এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলে এটি এখন প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । এদিকে ফেসবুকে নবাববাড়ী সরকারিভাবে সংরক্ষণের সংবাদ এবং সরকারি চিঠির কপি প্রচারিত হওয়ায় শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয় বলে খবর পাওয়া গেছে।