কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সেলিম আদনান নিপন (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত নিপন উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার পাটোয়ারী বাড়ির অলি আহাম্মদের পুত্র।
জানা গেছে, নিপন মোটরসাইকেল নিয়ে লাটিমী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা মোটর সাইকেল ও লাশটি উদ্ধার শেষে তার বাড়িতে নিয়ে যায়। নিহত নিপনের পনের মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com