গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন মামুনুর রশিদ (২৮) ও সাইফুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে মোটর সাইকেলে করে অফিসে যাচ্ছিলেন ওই দুই পুলিশ সদস্য। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে মাটি বাহী একটি লড়ি তাদেরকে চাপা দেয়। এতে ওই দুই পুলিশ সদস্য মারাত্মক আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com