ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চরবাগাট গ্রামে গত ১ মে পাঁচ বছরের ছেলে তকি মোল্লা ও ছয় মাসের মেয়ে তাহেরাকে হত্যার অভিযোগে তাদের মা তাসলিমা বেগমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাসলিমা ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল্লাহ-আল-মামুনের স্ত্রী।
ওই ঘটনায় নিহত দুই ভাই-বোনের দাদা ইউসুফ আলী বাদী হয়ে পুত্রবধূ তাসলিমা বেগমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা তার ছেলে ও মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com