প্রচণ্ড বাতাস ও বিরুপ আবহাওয়ার কারণে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
চীনের সংবাদমাধ্যম জিনহুয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন ২৪ জন।
মান্দালয়ের রুবি আহরণেল ভূমি মগোক ছাড়া পুরো শহরটিই দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়েছে।
প্রচণ্ড বাতাসের তাণ্ডবে ১,৪১৭ টি বাড়ি, স্কুলসহ ৬১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিয়ানমারের সরকার সেখানে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com