মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। মাইশা তানুসকা ইমা (২০) নামের ওই তরুণীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় মামলা দায়ের করেছেন।
আটক ইমা কুমারখালীর এলাঙ্গীর তাজিম মোড় এলাকার রাশেদ

রানার মেয়ে। তার বিরুদ্ধে কুমারখালী থানার উপরিদর্শক (এসআই) অমৃত কুমার বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেছেন।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে সংবাদ আসে কুমারখালীর এলাঙ্গীর তাজিম মোড় এলাকায় মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায় মাইশা তানুসকা ইমা (২০) নামের এক তরুণীর বাড়ি ঘিরে রেখেছে স্থানীয়রা। পুলিশ এ সংবাদে ইমার বাড়ি পৌঁছে তাকে জিজ্ঞাসা করলে সে বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ তাকে আটক করে ৫৭ ধারায় মামলা দায়ের করেছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com