
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডির প্রিয়াকাং কমিউনিটি সেন্টারে খাদ্য উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২ মে) দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন খাদ্য উপ-কমিটির আহ্বায়ক, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য খাদ্য উপ-কমিটির সদস্য সচিব ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।