নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশে ‘পাকিস্তানি ষড়যন্ত্র’ চলছে।
আজ শনিবার সকালে বাগেরহাটের মংলা বন্দর কর্তৃপক্ষের সংগৃহীত কাটার সাকশন ড্রেজার ‘সিডি ইমাম শাফীর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি ষড়যন্ত্র এ দেশে চলছে এবং পাকিস্তানি ষড়যন্ত্রের কারণে আজকে যারা তাঁদের মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত, তারা তাদের সঙ্গে আছে। বিগত জ্বালাও-পোড়াও আন্দালনে সফলতা অর্জন না করে তারা এখন ভিন্ন পথে গেছে। সেই পথটি হলো এই হত্যাকাণ্ডের পথ।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ড করে কখনো কেউ লাভবান হতে পারেনি। কেউ কারো কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে পারেনি। হত্যাকাণ্ড যারা করে, তারা সন্ত্রাসী। উগ্র সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতার ভিত্তিতে তারা মানুষকে মোটিভেটেড (তাড়িত) করার চেষ্টা করছে। এটা ব্যর্থ হবে। এই জঙ্গিবাদ বাংলাদেশে চলবে না। এটা অচল হয়ে গেছে।’
মংলা বন্দরের জেটিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ ড্রেজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আবদুল খালেক ওবং ভারতের টিমব্লো ড্রাইডক প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মি. কার্ন। এ ছাড়া স্থানীয় প্রশাসন, বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের জন্য সংগৃহীত কাটার সাকশন ড্রেজার ‘সিডি ইমাম শাফী’ নির্মাণে ব্যয় হয়েছে ৩০ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৭৭৩ টাকা। আর এটি নির্মাণ করেছে ভারতের টিমব্লো ড্রাইডক প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপিং লিমিটেড। এটি নিয়ে মংলা বন্দরের জন্য দুটি নিজস্ব ড্রেজার কেনা হলো।
বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষায় ড্রেজার দুটি দিয়ে সারা বছর প্রয়োজন মতো খননকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com