বর্তমান শিক্ষানীতির সমালোচনা করে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর বলেছেন, ‘এই শিক্ষা নীতি ইসলাম পরিপন্থি। যতক্ষণ না এটি বাতিল করে ইসলামি শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে, ততক্ষণ এই দাবি আদায়ে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত রয়েছে।’
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামি শ্রমিক আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলন নয়, এটি বাংলাদেশের মুমিন-মুসলমান সন্তানদের ঈমান রক্ষা করার আন্দোলন’।
এ সময় তিনি বর্তমান শিক্ষানীতি বাতিলের দাবিতে সংগঠনের পক্ষ থেকে নেয়া কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘শিক্ষানীতি বাতিলের দাবিতে আগামি ৬ মে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ করা হবে। এরপর একই দাবিতে ১২ মে প্রতিটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে।’
এরপর ২৭ মে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি। তারপরও শিক্ষানীতি পরিবর্তনের দাবি না মানা হলে আরা কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তিনি।
সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সামবেশে আরো বক্তব দেন, সংগঠনের দপ্তর সম্পাদক লোকমান হোসেন, উপদেষ্টা গাজী মতিউর রহমান প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com